এক নিমেষে ভেঙে গিয়েছে ভারতীয়দের স্বপ্ন। বৃহস্পতিবার T20 বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে লজ্জার হার। এবার ভারতীয় দলকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। ঘনঘন অধিনায়ক বদল, দলে এত রদবদল, সব কিছু নিয়েই প্রশ্ন তুললেন জাদেজা। বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর তিনি জানান, "ঘরে একজনই গণ্যমান্য হয়। সাতজন হয়ে গেলে মুশকিল।"
টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা প্রসঙ্গেও মুখ খোলেন অজয় জাদেজা। তিনি বলেন, "এক বছরে টিমকে গুছিয়ে উঠতেই পারেননি অধিনায়ক। হয় তো আমার কথা খারাপ লাগবে রোহিতের। কিন্তু অধিনায়ক হিসেবে দলের সঙ্গে পুরোটা থাকতে হয়। কতগুলি সিরিজে টিমের পাশে দাঁড়িয়েছে রোহিত! এমন কি কোচও টিমের পাশে দাঁড়াচ্ছে না। কীভাবে টিমের উন্নতি হবে!"
এই বছরে এখনও পর্যন্ত সাতজনকে অধিনায়ক করে বিভিন্ন সিরিজে দলঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মাকে T20 বিশ্বকাপের অধিনায়ক হিসেবে রাখা হয়। বিরাট ও জসপ্রীত বুমরাও চলতি বছরে টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর দলকে নেতৃত্ব দেন রোহিত।