পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পরেও বুক ঠুকে এই দাবি করলেন এক প্রাক্তন অধিনায়ক। তিনি কে জানেন ? তিনি আর কেউ নন, তিনি মহেন্দ্র সিং ধোনি।
গত ১২ বছর ধরে এটাই ছিল ভারতীয় সংবাদমাধ্যমের একটা কাঙ্খিত লাইন। কিন্তু মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বেলাইন হয়েছে এই লাইন। ঘরের মাঠে টানা ১৮ সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের কাছে হার টিম ইন্ডিয়ার।
সমালোচিত হয়েছে ভারতীয় ক্রিকেট। রোহিতকে কার্যত তুলধোনা করেছেন প্রাক্তনরা। কিন্তু বর্তমানের জন্য ব্যাট ধরেছেন প্রাক্তন মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র গর্জনে তিনি জানিয়েছেন, যে ভারতীয় ক্রিকেট খোলস থেকে বেরিয়ে এসেছে, তাতে তিনি খুশি। কারণ, ড্রয়ের থেকে বিরক্তিকর আর কিছু হতে পারে না।
সাম্প্রতিক সময়ের রেকর্ডে স্পষ্ট, বিশ্ব টেস্ট ক্রিকেটে ড্রয়ের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌলতে আজ প্রতিটি টেস্ট খেলিয়ে দেশই ফলের পিছনে ছুটছে। মাহির মতে, এতে কোনও ভুল নেই। সময়ের সঙ্গে খেলার ধরন বদলেছে। আর সেটা সবাইকে মেনে নিতে হবে।
ক্রিকেট পন্ডিতদের মতে, সময়ের কথা বলছেন ধোনি। কারণ, সাবেক লাল বলের খেলায় তিনিও পালাবদলের সাক্ষী। আর সেই কারণে ধোনির দাবি, সব কিছু জেনেই পঞ্চম দিনে মাঠে নামতে বিরক্ত লাগত। কারণ, আধুনিক ক্রিকেট ফলাফল চায়। আর টেস্ট ক্রিকেটে একটা ড্র ম্যাচ মোটেই ভাল বিজ্ঞাপন হতে পারে না।
১৯৬৯ সালে নাগপুর আর ১৯৮৮ সালে মুম্বই। গত ৩৬ বছরে ভারতের মাটিতে এটাই ছিল কিউইদের টেস্ট জয়ের নজির। কিন্তু সিরিজ জয় ছিল অধরা। টম ল্যাথামদের সেই অধরা স্বপ্নকেই পূরণ করেছে পুণে। তারপরেও রোহিতের পাশেই আছে ধোনি। তিনি জানিয়েছেন, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। তা আঁকড়ে থেকে কোনও লাভ নেই। বরং ভাবতে হবে, কৌশল বদলে কতটা এগোল ক্রিকেট। ভবিষ্যতে এই বিবর্তনই কাজে লাগবে।
২০১২ সালে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর অধিনায়ক বদলেছে, কিছু ছুটেছে ভারতীয় ক্রিকেটের অশ্বমেদের ঘোড়া। আর তা ছুটতে ছুটতে পৌঁচ্ছেছিল টানা ১৮টি সিরিজ জয়ের শিখরে। সেই রেকর্ড আজ ভগ্ন। তবুও, টিম ইন্ডিয়াকে লড়াই করার বার্তা প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
কালীপুজোর সকাল থেকে হয়তো এই বার্তা মাথায় নিয়েই ওয়াংখেড়েতে নামবেন রোহিত শর্মা। এই সেই ওয়াংখেড়ে যেখানে বেঙ্গালুরুর আগে ৩৬ বছর আগে শেষবার ভারতের বিরুদ্ধে টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। এবার তাদের মিশন মুম্বই সিরিজ জয়ের পর।