লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন। দীর্ঘ দু'বছর পর চোট সারিয়ে ভারতের টেস্ট দলে ফিরছেন ঋষভ পন্থ। দলে ফেরার আগে পন্থকে বিশেষ বার্তা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি বাংলার এক জোরে বোলারের দিকে পন্থকে নজরও রাখতে বললেন।
গাড়ি দুর্ঘটনার কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ। দীর্ঘ সময় পর চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। চলতি মরশুমের আইপিএল দিয়েই ফের ছন্দে ফিরেছেন ঋষভ। তাঁর দল দিল্লি ক্যাপিট্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। তিনি আগেই জানিয়েছিলেন, পন্থ তাঁর অত্যন্ত পছন্দের ক্রিকেটার। কিন্তু আইপিএলে তিনি সফল নন। তাই বাংলাদেশ সিরিজের আগে তাঁকে সাফল্যের কিছু ট্রিকস দিলেন মহারাজ।
কী বললেন সৌরভ?
এক সংবাদ সংস্থাকে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পন্থ টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলবেন। তাঁর মতে পন্থ ভারতের সেরা টেস্ট ব্যাটার। যদি আগের মতোই খেলেন তাহলে ভারতের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হবে পন্থ। কিন্তু পন্থকে ছোট ফরম্যাটে আরও উন্নতি করতে হবে।
একই সঙ্গে সৌরভ বাংলার এক বোলারের প্রসঙ্গও তোলেন। সৌরভের মতে, সিরাজ এবং শামির মতোই গতি বাংলার জোরে বোলার আকাশদীপের। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে রয়েছেন আকাশদীপ। সৌরভের মতে, সকলেরই উচিত তাঁর দিকে নজর রাখা।