দীর্ঘ রোগ-ভোগের পর প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার সেলিম দুরানি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক। ২৯টি টেস্ট ম্যাচে তাঁর রান ১২০২। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের একমাত্র শতরান রয়েছে। বল হাতেও সফল ছিলেন ষাট দশকে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। ৭৪টি টেস্ট উইকেট আছে তাঁর নামে। এরমধ্যে একবারই ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। ঘরের মাঠে ইংল্যান্ড এবং বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন সেলিম দুরানি।
১৯৩৪ সালে আফগানিস্তানের কাবুলে জন্ম। সৌরাষ্ট্র, রাজস্থান এবং গুজরাত এই তিন রাজ্যের জন্য খেলেছিলেন ঘরোয়া ক্রিকেট। ১৯৬৭ থেকে ১৯৭০ -- এই সময়ে জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে বাঁ-হাতি এই অলরাউন্ডারকে। কিন্তু ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে ফের জাতীয় দলে ফিরিয়ে আনা হয়। অজিত ওয়াদেকরের নেতৃত্বে ক্যারিবিয়ান মাটিতে প্রথম সিরিজ জেতে ভারত। ত্রিনিদাদ টেস্টে সোর্বাস এবং লয়েডকে আউট করেছিলেন দুরানি।
ষাটের দশকে দুরানিকে বলা হয় ভারতীয় ক্রিকেটের দেবানন্দ। ১৯৭৩ সালে তাঁর বলিউডে অভিষেক। চরিত্র সিনেমায় তাঁর নায়িকা ছিলেন পরভীন ববি। ২০১৮ সালে ভারত-আফগানিস্তান প্রথম টেস্টে তাঁকে বিশেষ সম্মান দিয়েছিল বোর্ড। কারণ, তিনিই ছিলেই এই দেশের একমাত্র আফগানিস্তানে জন্ম নেওয়া ভারতীয় ক্রিকেটার। ২০১১ সালে লাইফ টাইম সম্মান দিয়েছিল বিসিসিআই।