ভারতের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন সাউথ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডিন এলগার। গত বছরের ডিসেম্বরেই ওই ম্যাচ হয়েছিল। সম্প্রতি বিরাট কোহলির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বিরাটের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তাঁর।
ডিন এলগার জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর বিরাট কোহলি তাঁর দিকে থুথু ছিটিয়েছিলেন। কটূক্তিও করেছিলেন। যদিও শেষ টেস্ট ম্যাচে তাঁকে জড়িয়ে ধরেছিলেন বিরাট।
এলগারের বক্তব্য় ২০১৫ সালে এই ঘটনাটি ঘটেছিল। সেসময় দক্ষিণ আফ্রিকা খেলতে গিয়েছিল ভারত। ব্যাটিংয়ের পুরো সময় ধরে কোহলি তাঁকে বিরক্ত করেন বলে অভিযোগ। এমনকি দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক-বিতর্কও শুরু হয়। কটূক্তি করা হয় বলেও অভিযোগ।