ক্যানসার আক্রান্ত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্টিক। তাঁর অবস্থা আশঙ্কা জনক বলেই জানিয়েছে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতাল। ৪৯ বছরে স্টিককে সম্প্রতি জিম্বাবোয়ে থেকে চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকায় আনা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থার বেশ অবনতি হয়েছে। প্রাক্তন অধিনায়কের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেছেন জিম্বাবোয়ের প্রাক্তন মন্ত্রী ডেভিড কোলটার্ট।
প্রাক্তন অধিনায়কের অসুস্থতার কথা জানিয়েছেন সিন উইলিয়ামস। জাতীয় দলের এই ক্রিকেটার জানিয়েছেন, হিথের স্টেজ ফোর কোলন ও লিভার ক্যানসার ধরা পড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য তাঁকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েছিলেন হিথ। ক্যানসার দ্রুত শরীরে ছড়িয়ে পড়েছে।
জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন স্টিক।