আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার কয়েক ঘন্টার মধ্যেই ইন্দোর ছাড়লেন ভারতের চার ক্রিকেটার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মধ্যরাতে কোথায় গেলেন তাঁরা?
জানা গিয়েছে তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর জিতেশ বর্মা ও রবি বিষ্ণোই মধ্যরাতে ইন্দোর ছেড়ে উজ্জয়িনী পৌঁছে গিয়েছেন। উজ্জয়িনী মহাকালেশ্বর শিবমন্দিরে ভস্ম আরতি দেখতে গিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন - ইন্দোরে ম্যাচ চলাকালীন মাঠে অনুরাগী, বিরাটকে জড়িয়ে ধরে প্রণাম ভক্তের
এই আরতি হয় ভোরবেলা, সেই কারণেই মধ্যরাতে ইন্দোর থেকে রওনা দিয়েছিলেন এই চার ভারতীয় ক্রিকেটার। আরতি দেখার পাশাপাশি তাঁরা পুজো দেন মন্দিরে। নিয়ম মেনে পোশাকও পরেছিলেন তাঁরা। বাকি ভক্তদের সঙ্গেই তাঁদের পুজো দিতে দেখা গিয়েছে।