গৌতম গম্ভীর ও শ্রীসন্থ বিতর্ক অন্য মাত্রা নিয়েছে। লেজেন্ড লিগ ক্রিকেটে দুই তারকার ঝামেলা গড়িয়েছে মাঠের বাইরেও। সোশ্যাল মিডিয়ায় গম্ভীরকে আক্রমণ করেছেন শ্রীসন্থ। এরপর হস্তক্ষেপ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। শ্রীসন্থের অভিযোগ, মাঠে তাঁকে একাধিকবার ফিক্সার বলেছেন গম্ভীর।
দিল্লিতে একটি অনুষ্ঠানে এই নিয়ে প্রশ্ন করা হয় প্রাক্তন ওপেনারকে। গম্ভীর জানিয়ে দেন, তিনি ভাল কাজে এসেছেন। এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি। শ্রীসন্থ ইনস্টাগ্রামে গম্ভীরের পোস্টে নিচে কমেন্ট করেন। লম্বা কমেন্টে তাঁর অভিযোগ, মাঠে তাঁকে ৮ বার ফিক্সার বলেছেন গম্ভীর। শ্রীসন্থ অভিযোগ করেন, তিনি কি সুপ্রিম কোর্টেরও কি উপরে!