৬ বলে ৬ ছক্কা। এটা তো বিশ্ব ক্রিকেটে হয়েছে। কিন্তু ৬ বলে ৬ উইকেট, এমনটা আগে শুনেছিলেন কী ? ভারতের মাটিতে বিশ্বকাপের মধ্যে সেই অসাধ্যই সাধন করেছেন একজন। তিনি গ্যারেথ মর্গ্যান। তাঁর হাতে ক্রিকেটে তৈরি হয়েছে এই ইতিহাস। এই প্রথমবারের জন্য।
অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের ম্যাচ চলছিল। প্রতিপক্ষ ছিল সার্ফার্স প্যারাডাইস ও মুদগিরাবার। শেষ ওভারে সার্ফার্সের প্রয়োজন ছিল পাঁচ রান। কিন্তু ম্যান উইথ গোল্ডেন আর্ম হয়ে উঠলেন মুদগিরাবারের অধিনায়ক গ্যারেথ। এক ওভারে ডবল হ্যাটট্রিক করে জেতালেন দলকে। সঙ্গে বিশ্ব রেকর্ড।
অবিশ্বাস্য এই কীর্তি তৈরি করে আপ্লুত গ্যারেথ। এক ওভারে পাঁচটি উইকেট নেওয়ার ঘটনা তিন বার ঘটেছে। ২০১১ সালের নিউ জ়িল্যান্ডের নিল ওয়াগনার, ২০১৩ সালে বাংলাদেশের আল আমিন হোসেন ও ২০১৯ সালে ভারতের অভিমন্যু মিথুন এই কীর্তি করেছিলেন।