বিরাট কোহলি হলেন ক্রিকেটের 'শাহেনশাহ'। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ব্যাপারটা ঠিক কি? আসলে আর দিন কয়েক পরেই শুরু হবে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ।
এই সিরিজের আগে চলছে দিল্লি প্রিমিয়ার লিগ। এই লিগের ফাইনালে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে। সেখানেই ক্যামেরার সামনে সব ক্রিকেটারদের মধ্যে বলিউডের সিনেমার মুখ্য চরিত্র মধ্যে ভাগ করে দিতে দেখা গিয়েছে গৌতিকে। কাকে কোন চরিত্র দিলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালে টিভি প্রেজেন্টার শেফালি বাগ্গা প্রশ্ন করছেন গম্ভীরকে। সেই প্রশ্নের উত্তরে বেশ হাসি মুখেই বর্তমান ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের পর্দার তারকাদের সঙ্গে মিলিয়েছেন ভারতের কোচ।
বলিউডে 'শাহেনশাহ' বলা হয় অমিতাভ বচ্চনকে, আর 'খিলাড়ি' হিসেবে পরিচিত অক্ষয় কুমার। গৌতম গম্ভীরের চোখে ভারতীয় ক্রিকেট দলের 'শাহেনশা' বিরাট কোহলি। আর যশপ্রীত বুমরা হলেন 'খিলাড়ি'। এছাড়াও গম্ভীরের দেওয়া উপাধি অনুযায়ী, সচীন টেন্ডুলকার হলেন 'দাবাং' অর্থাৎ সলমান খানের চরিত্রের মতো অসীম সাহসী তিনি।,
গৌতির মতে, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ হলেন 'বাদশা'। সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ মহারাজ হলেন 'টাইগার'। ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় হলেন 'মিস্টার পারফেকশনিস্ট' এবং কিছুদিন আগে অবসর নেওয়া ধাওয়ান হলেন টিম ইন্ডিয়ার 'গব্বর'। আর নিজেকে নিজে তিনি পরিচয় করান 'অ্যাংরি ইয়াং ম্যান' হিসেবে।