ভারতের নতুন কোচ কবে ? এবং কে হচ্ছেন ভারতীয় কোচ ? এই দুটো প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বোর্ডের অন্দরে। কারণ, শ্রীলঙ্কা সফর থেকে নতুন কোচ পাওয়ার কথা টিম ইন্ডিয়ার। ইঙ্গিত যা, তাতে দীর্ঘ হতে পারে এই প্রতীক্ষা। বোর্ডের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, যে অর্থ কোচ হওয়ার জন্য গৌতম গম্ভীর দাবি করেছেন, তাতেই নাকি থমকে রয়েছে যাবতীয় সিদ্ধান্ত। ভারতের নতুন কোচের পদে লড়াই এখন গৌতম গম্ভীরের সঙ্গে ডাবলু ভি রামনে।
এই মাসের শেষে শ্রীলঙ্কা যাবে ভারতীয় দল। দ্বীপরাষ্ট্রে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু সমস্যা হল গম্ভীরের শর্তে এখন বিপাকে ভারতীয় বোর্ড। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চুক্তি শেষ হয়ে গিয়েছে সাপোর্ট স্টাফদের। এদিকে গম্ভীর বোর্ডকে নাকি বলেছেন, তাঁকে সহকারি বেছে দিতে হবে।
ওয়াকিবহাল মহলের মতে, বেতন নিয়ে দর কষাকষির প্রভাব পড়ছে কোচ নিয়ে সিদ্ধান্তে। তবে, আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই জল্পনায় ইতি পড়বে। জুলাই মাসেই হয়তো নতুন কোচের নাম ঘোষণা করতে পারে বোর্ড।