টিম ইন্ডিয়ার হয়ে ১২ বছর খেলেছেন। তার মধ্যেই ২০১১ সালে বিশ্বকাপ জয়। ফাইনালে তাঁর ব্যাট থেকে আসে ৯৭ রানের ইনিংস। টিম ইন্ডিয়ায় খেলার সময় সেরা ব্যাটিং পার্টনার কেন ছিলেন! জানালেন, গৌতম গম্ভীর।
একটা সময় ছিল, যখন টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতেন গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেহওয়াগ। অনেকেই মনে করেন, সেহওয়াগই গম্ভীরের সেরা পার্টনার। তবে স্পোর্টসক্রীড়ার একটি সাক্ষাৎকার গম্ভীর জানান, সাদা বলের ক্রিকেটে তাঁর সেরা পার্টনার ছিলেন এমএস ধোনি। গম্ভীরের মতে, ধোনির সঙ্গে অনেক ম্যাচ জেতানো পার্টনারশিপ করেছেন তিনি।
২০১১ বিশ্বকাপ ফাইনাল সেহওয়াগ, সচিন, বিরাট আউট হয়ে গেলে গম্ভীরের সঙ্গে পার্টনারশিপ করেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি ও গম্ভীরের ইনিংসেই বিশ্বজয় করে টিম ইন্ডিয়া।