গাট ছড়া বাধা কী তাহলে হয়ে গেল ? টি-টোয়েন্টি বিশ্বকাপের সবে প্রস্তুতি ম্যাচ খেলে ড্রেসিং রুমে ফিরেছে টিম ইন্ডিয়া। আগামী পাঁচ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সরকারি ভাবে টুর্নামেন্ট শুরু করবেন রোহিত শর্মারা। তার আগে, দুবাই থেকে এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীরের ঘোষণা, ভারতীয় দলে কোচ হতে পারলে তাঁর ভালই লাগবে। কারণ, দেশের জন্য কাজ করা তাঁর কাছে গর্বের বিষয়। গম্ভীর মনে করেন, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার অর্থ ১৪০ কোটি দেশবাসীর প্রতিনিধিত্ব করা।
আইপিএলে সদ্য কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। তারপর থেকেই শোনা যাচ্ছে ভারতের নতুন কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। সৌরভ গঙ্গোপাধ্যায়েও ভারতের কোচ হওয়ার দৌড়ে গম্ভীরের নামেই সওয়াল করেছেন। সম্প্রতি সৌরভ জানিয়েছেন, গম্ভীরের মধ্যে একজন কোচ হওয়ার সব রসদ মজুত রয়েছে।
বিশ্বকাপ শেষ হলে শেষ হচ্ছে টিম ইন্ডিয়ায় কোচ রাহুল দ্রাবিড়ের জমানা। এরপর শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের সঙ্গে সিরিজ খেলবে ভারত। ওই সিরিজে আগে থেকেই ঘোষণা করা হয়েছে, সব সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। বোর্ডের ইঙ্গিত আবেদনের তারিখ শেষ হলেও নতুন কোচ বাছাইয়ের কাছে আরও একটু দেখতে চায় তারা।