গত জুলাই মাসে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এরপর ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, ওয়ানডে সিরিজে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। এবার সামনে বড় পরীক্ষা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া মাঠে নামার আগে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিলেন গৌতম গম্ভীর।
পাকিস্তান সফরে গিয়ে বাবর আজমদের রীতিমতো হোয়াইট ওয়াশ করে এসেছেন লিটন দাসরা। ফলে এই বাংলাদেশ দলকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের পর, এই লাল বলের ম্যাচ জিততে মরিয়া গৌতম গম্ভীর বাহিনী। তাই অনেকেই মনে করছেন, চেন্নাইয়ের মাঠে এই 'অগ্নিপরীক্ষার' আগে কামাখ্যায় পুজো দিলেন গম্ভীর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে গৌতম গম্ভীরের কামাখ্যায় পুজো দেওয়ার ছবি ভাইরাল হয়েছে।
শোনা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কারা কারা মাঠে নামবেন তা নাকি সাজিয়ে ফেলেছেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর ও অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আর সূত্র অনুযায়ী, এই সিরিজের হাত ধরেই দীর্ঘ সময় পর লাল বলে ফিরবেন বিরাট।