মাত্র এক বছর কলকাতার জার্সিতে খেলেছেন। তারপর আর কেন খেলেননি মনোজ তিওয়ারি? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন মনোজ। জানিয়ে দিলেন গৌতম গম্ভীরের সঙ্গে বিবাদের কারণেই কেকেআর ছেড়েছিলেন তিনি।
বর্তমানে মেন্টর হিসাবে কেকেআরে রয়েছেন গৌতম গম্ভীর। আইপিএলে একসময় এই কলকাতার জার্সিতেই ২২ গজে খেলেছেন তিনি। সেই সময় মনোজ তিওয়ারির সতীর্থ ছিলেন গৌতম গম্ভীর। সেই সময় দু'জনের বিবাদ হয়েছিল। যা শিরোনামেও জায়গা করে নিয়েছিল।
আরও পড়ুন - রাজকোটে রাজকীয় জয়, ইন্সটা স্টোরিতে কাদের প্রশংসা করলেন ক্যাপ্টেন?
সম্প্রতি মনোজ জানিয়েছেন, ২০১৩ সালের এই ঝগড়ার কারণেই দল ছেড়েছেন তিনি। ঝামেলা না হলে আরও দু-তিন বছর খেলতেন তিনি। ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়ত। যদিও এসব বিষয় নিয়ে খুব বিশেষ তাঁর ভাবনা নেই বলেও জানিয়েছেন মনোজ।