ভারতীয় দলের পরবর্তী কোচ হতে পারেন গৌতম গম্ভীর। ইতিমধ্যেই গম্ভীরের ইন্টারভিউ নিয়েছে বোর্ড। প্রাক্তন ক্রিকেটার ডব্লিউ ভি রামনও ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু গৌতম গম্ভীরই ভারতীয় দলের আগামী কোচ বলেই মনে করছে বিভিন্ন মহল আর তারপর থেকেই একটা প্রশ্ন উঠছে। তবে কি এবার বিরাট-রোহিত যুগের অবসান?
বোর্ডের ইন্টারভিউতে দল নিয়ে একাধিক 'শর্ত' দিয়েছেন গৌতি। আর এই শর্ত অনুযায়ী, দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান গম্ভীর। তিনি কোনও ভাবেই তাঁর সিদ্ধান্তের মাঝে বোর্ড আসুক তা চান না।
এমনকি তাঁর দাবি অনুযায়ী, ২০২৫-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি পারফর্ম না করতে পারেন, তাহলে তাঁদের বাদ দেওয়া হবে। ফলে অনেকেই মনে করছেন, তিনি কোচ হলে রোহিত ব্রিগেডের এই চার ক্রিকেটার সমস্যায় পড়তে পারেন।