এবার থেকে আইপিএলের টিকিট কাউকে উপহার দিতে চাইলে গুণতে হবে বাড়তি টাকা। কারণ, কাউকে টিকিট উপহার দিতে চাইলে এবার থেকে দিতে হবে জিএসটি। এমনই নিয়ম এনেছে আপিলেট অথরিটি অব অ্যাডভান্সড রুলিং (AAAR)।
নতুন নিয়মের ফলে কোনও আইপিএল দল বা কোনও সংস্থা তাদের কর্মী সহ অন্যান্যদের আইপিএলের টিকিট উপহার দিতে চাইলে জিএসটি গুণতে হবে। কত শতাংশ জিএসটি দিতে হবে তা অবশ্য বলা হয়নি। কিন্তু এই নিয়মের ফলে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়ার পরিমাণ কমবে বলেই মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।
আরও পড়ুন- Bcci : সৌরভ-জয় শাহের মেয়াদ বৃদ্ধি চায় বোর্ড, আবেদন সুপ্রিম কোর্টে, আগামী সপ্তাহে শুনানি
আইপিএলের দল পঞ্জাব কিংস যারা চালায়, সেই সংস্থা ইতিমধ্যেই (AAAR)-এর পঞ্জাব বেঞ্চে আবেদন করে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে। তারা জানতে চেয়েছে, কমপ্লিমেন্টারি টিকিটের ক্ষেত্রে কর দিতে হবে কিনা। শুধু আইপিএল দলগুলিই নয়, অনেক বহুজাতিক সংস্থাও তাদের কর্মীদের বিনামূল্যে টিকিট দিয়ে থাকে। তারাও ধন্দে রয়েছে।