এফসি গোয়ার হয়ে এই মরশুমে খুব বেশি ম্যাচ খেলার সময় পাননি। ২ বছর পর এটিকে মোহনবাগানেই (ATK Mohun Bagan) ফিরলেন গ্লেন মার্টিন্স (Glan Martins)। ২০২০ সালে চার্চিল থেকে এই মিডফিল্ডারকে সই করান তৎকালীন কোচ আন্তেনিও হাবাস। ২০২১ সালের ট্রান্সফার উইন্ডোতেই মোহনবাগান ছেড়ে দেন তিনি। ফের সবুজ-মেরুনে ফিরলেন তিনি।
এটিকে মোহনবাগানে সাড়ে তিন বছরের চুক্তিতে সই করলেন গ্লেন মার্টিন্স। তাঁর পরিবর্তে লেনি রড্রিগেজকে ছেড়ে দিল এটিকে মোহনবাগান। এ এবার এফসির গোয়ার হয়ে ৯টি ম্যাচে খেলেছেন গ্লেন মার্টিন্স। পরিবর্ত হিসেবেই মাঠে নামানো হয়েছিল তাঁকে।
আরও পড়ুন: মার্কিন মুলুকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারত-পাক কী একই গ্রুপে ?
মঙ্গলবার থেকে ফের অনুশীলনে নামবে এটিকে মোহনবাগান। শনিবার সবুজ মেরুনের প্রতিপক্ষ ওড়িশা এফসি।