গত ২৫ বছর ধরে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কার নাম? এবার সেই রিপোর্টই সামনে নিয়ে এল গুগল। যে রিপোর্ট দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে। সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রিকেটার হিসেবে নাম রয়েছে বিরাট কোহলি (Virat Kohli)।
২৫ বছর পূর্ণ করেছে গুগল সার্চ ইঞ্জিন। গত ২৫ বছরে কী কী সার্চ হয়েছে সেই বিষয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছে গুগল। আর সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে এই ২৫ বছর ধরে ক্রিকেট দুনিয়ায় সবথেকে বেশি বার সার্চ হয়েছে কোহলির নাম।
আরও পড়ুন - দেরি করে একে অপরকে শুভেচ্ছা বিরাট-অনুষ্কার, কী লিখলেন বিয়ের জন্মদিনে?
২০০৮ সালে কেরিয়ার শুরু করেছেন বিরাট। মাত্র ১৫ বছরের কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর এমনকি সতীর্থ রোহিত শর্মাকেও সার্চের নিরিখে হার মানিয়েছেন কোহলি। ফলে বোঝাই যাচ্ছে বিরাটকে নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের মধ্যে।