তাঁর নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। সেই গৌতম গম্ভীর এবার কেকেআরের মেন্টর হয়ে ফিরছেন। কেন লখনউ ছেড়ে কেকেআরে ফিরলেন।তাঁর কলকাতার সেরা স্ট্রিট ফুড কি। জানালেন প্রাক্তন নাইট অধিনায়ক।
ভক্তদের একটি প্রশ্নোত্তর পর্বের গম্ভীরকে প্রশ্ন করেন অনুরাগীরা। জবাবে গম্ভীর জানিয়েছেন, এটা তো হওয়ারই ছিল। শাহরুখ খান একটা পরিবার। কেকেআর তাঁর কাছে আবেগ। দলে ফিরতে পেরে তিনি উত্তেজিত, তাও জানিয়েছেন গম্ভীর। স্ট্রিট ফুড নিয়ে প্রশ্ন করা হয় গম্ভীরকে। গম্ভীর রাখঢাক না করে জানিয়ে দেন, ফুচকা আর এগরোলই তাঁর পছন্দের স্ট্রিট ফুড।
কেকেআর তাঁর কাছে কেন এত আবেগের। তাও জানিয়েছেন গম্ভীর। জানান, ২০১৪ আইপিএলে রান পাচ্ছিলেন না। সেই সময় শাহরুখ নিজে তাঁকে ডেকে জিজ্ঞাসা করেন, কোথায় সমস্যা হচ্ছে। তখন নিজেকে বসানোর কথা ভাবছিলেন গম্ভীর। কিন্তু কিং খান তাঁকে অনুরোধ করেন, যেন কোনও ভাবেই নিজেকে না বসান গম্ভীর। সেবার টানা দু-তিন ম্যাচে হাফসেঞ্চুরি করেন গম্ভীর।