ধর্মশালায় বিধ্বংসী ব্যাটিং দিল্লির। ওপেনার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ দারুণ শুরু করেন। শেষ করে আসেন রিলে রসৌ ও ফিল সল্ট। ২০ ওভারে পঞ্জাবকে ২১৪ রানের টার্গেট দিল্লির।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক ধাওয়ান। অধিনায়ক ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৬ রানের ইনিংস। ৩৮ বলে ৫৪ রান করেন পৃথ্বী। স্যাম কারেনের ডেলিভারিতে ফেরেন দুজনেই। কিন্তু ঝোড়ো ব্যাটিং করেন রসৌ। ৩৭ বলে ৮২ রান করেন তিনি। ফিল সল্ট করেন ১৪ বলে ২৬।