৫৬ রানে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল গুজরাত টাইটান্স। ঋদ্ধি ও গিলের ব্যাটিংয়ের পর নায়ক মোহিত। একাই ৪ উইকেট তুলে নেন তিনি। ২০ ওভারে ১৭১ রানে শেষ লখনউ সুপার জায়ান্টসের ইনিংস।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি সাফল্য পায় গুজরাতের। ঋদ্ধিমান সাহা করেন ৮১ রান। ৯৪ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ২ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেন কাইলি মেয়ার্স ও কুইন্টন ডি ককও। ৩২ বলে ৪৮ রান করেন মেয়ার্স। ৪১ বলে ৭০ রান করেন ডি-কক। কিন্তু এই দুই উইকেট পড়তেই খেলা শেষ হয়ে যায় লখনউর।
একাই গুজরাতের হয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মোহিত শর্মা। মহম্মদ শামি, রশিদ খান ও নুর আহমেদ একটি করে উইকেট পেয়েছেন।