সাই সুদর্শনের ৯৬ রানের ইনিংস। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তুলল গুজরাত টাইটান্স। শুভমান গিল ফিরলেও হাফসেঞ্চুরি করেন ঋদ্ধিমান সাহা। তিনে নেমে সেরা পারফরম্যান্স সুদর্শনের। এই ত্রয়ীর পারফরম্যান্সে চেন্নাইকে বিরাট চ্যালেঞ্জ গুজরাতের।
রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে যায়। রিজার্ভ ডে-তে নতুন করে শুরু হয় আইপিএল ফাইনাল। দল অপরিবর্তিত রাখে দুই টিমই। সোমবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। শুরু থেকেই ছন্দে ছিলেন ঋদ্ধি। ৫৪ রান করেন তিনি। ২০ বলে ৩৯ রান করে ফেরেন শুভমান গিল। ঋদ্ধি ফেরার পর, একাই দাঁড়িয়ে যান সুদর্শন। ৪৭ বলে ৯৬ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। শেষ ওভারে আউট হয়ে ফেরেন তিনি।