গুজরাত টাইটান্সের অধিনায়ক হলেন শুভমান গিল। তাঁকেই অধিনায়ক হিসেবে পছন্দ ছিল গুজরাতের ফ্র্যাঞ্চাইজির। হার্দিক পান্ডিয়া ট্রেড উইন্ডোতে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। গত মরশুমে আইপিএলে সর্বাধিক রান করেন শুভমান। তাই তাঁকেই অধিনায়ক হিসেবে বেছে নিল ফ্র্যাঞ্চাইজি।
রবিবার আইপিএলে রিলিজ প্লেয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই তালিকায় গুজরাত টিমেই রাখা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। কিন্তু ২ ঘণ্টা পর নাটকীয় পরিবর্তন হয়। ক্যামেরুন গ্রিনকে ছেড়ে দিয়ে হার্দিককে দলে ফেরায় মুম্বই ইন্ডিয়ান্স।
হার্দিক যাওয়ার পরই প্রশ্ন উঠেছিল, কে হবেন গুজরাত টাইটান্সের অধিনায়ক। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামির মতো অভিজ্ঞ ক্রিকেটার টিমে ছিলেন। টিমে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডেভিড মিলার। রশিদ খানও গুজরাতকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নামও ছিল টিম ম্যানেজমেন্টের মাথায়। সবাইকে পেরিয়ে শুভমান গিলকেই বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। ফ্র্যাঞ্চাইজি মনে করছে, শুভমানই ভারতের পরবর্তী অধিনায়কের দৌড়ে আছেন। গুজরাতের মতো টিমকে নতুন করে টেনে নিয়ে যেতে পারবেন শুভমান।