দুই ম্যাচে দুই পয়েন্ট। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়। চেন্নাইয়ের মাঠে সিএসকের বিরুদ্ধে হার। রবিবার হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। তার আগে আইপিএলের নতুন অধিনায়ক শুভমান গিলের প্রশংসায় কিংবদন্তি কোচ গ্যারি কার্স্টেন। নেতৃত্বের খুঁটিনাটি দ্রুত শিখে নেবেন বলে মনে করছেন তিনি।
গুজরাত টাইটান্স টিমের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন কার্স্টেন। রবিবার সানরাইজার্স ম্যাচে নামার আগে কার্স্টেন বলছেন, "দলকে গিল যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তাতে খুবই খুশি হয়েছি।" আইপিএল দ্রুত গতির খেলা। দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। সেই দায়িত্ব ভাল করেই সামলাচ্ছেন শুভমান গিল। মনে করছেন গ্যারি কার্স্টেন।
আরও পড়ুন: রবিবাসরীয় লড়াইয়ে সানরাইজার্সের মুখোমুখি গুজরাত, জয়ের জন্য ঝাঁপাবে দুই টিম
হার্দিক পান্ডিয়া এবার গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। এরপরই গুজরাতের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা করে গুজরাত টাইটান্স। আইপিএলে তরুণতম অধিনায়ক তিনি। কার্স্টেনের মতে. নতুন ভূমিকায় শুভমান ভাল মানিয়ে নিয়েছেন। ভাল নেতৃত্ব দেওয়ার গুণও আছে তাঁর।