আইপিএল নিলামের দ্বিতীয় দিন দল পেলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ১ কোটি ৯০ লক্ষ টাকা দরে বাংলার উইকেটকিপারকে কিনে নিয়েছে গুজরাট টাইটানস (Gujarat Titans)।
ভারতীয় দল থেকে বাদ পড়ার পরই অবসর নেওয়ার জল্পনা শুরু হয়। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন ঋদ্ধিমান সাহা। আইপিএল মেগা নিলামের প্রথম দিন দল পাননি তিনি। কিন্তু দ্বিতীয় দিন আইপিএলে খেলার সুযোগ পেলেন বাংলার উইকেটকিপার। দ্বিতীয় দিনের নিলামে মহম্মদ শামিকেও (Mohammed Shami) কিনেছে গুজরাট টাইটানস। কিনেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারকেও (David Miller)। তাদের সঙ্গে খেলবেন ঋদ্ধি।
আরও পড়ুন: দল পেলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়াশ ধুল, খেলবেন দিল্লি ক্যাপিটালসে
বারবার দেশের হয়ে ভালো খেলেও সুযোগ আসেনি। কখনও ধোনির ছায়ায় ঢাকা পড়েছেন। আবার কখনও তরুণ ঋষভ পন্থের জন্য হারিয়ে গিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে ভালো পারফরম্যান্স করেছেন ঋদ্ধি। জিতেছেন আইপিএল ট্রফিও। এবার গুজরাটকে সাফল্য এনে দিতে পারেন কিনা, সেটাই দেখার।