চেনা মাঠ। গত বছরই ছিল হোম গ্রাউন্ড। এবার প্রতিপক্ষ শিবির। মাঠে নামার আগে হার্দিক পান্ডিয়াকে বিদ্রুপ করেছিল আহমেদাবাদের গ্যালারি। শেষ ওভারে নেমে চেষ্টা করেছিলেন মুম্বইয়ের অধিনায়ক। কিন্তু শেষ হাসি শুভমান গিলের। ৬ রানে মুম্বইকে হারাল গুজরাত টাইটান্স। শেষ ওভারে বল করতে এসে ম্যাচের নায়ক উমেশ যাদব।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে গুজরাত টাইটান্স। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ২ উইকেট তুলে নেন কোয়েটজে। গুজরাতের ওপেনার ঋদ্ধিমান সাহা ১৯ রান করে ফেরেন। ২২ বলে ৩১ রান করেন শুভমান গিল। ৩৯ বলে ৪৫ রান করেন গুজরাতের সাই সুদর্শন।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এদিন শূন্য রানে ফেরেন ইশান কিষাণ। ২৯ বলে ৪৩ রান করলেন ওপেনার রোহিত শর্মা। ৩৮ বলে ৪৬ রান করেন ডেয়াল্ড ব্রেভিস। এই সময়ই নিজের বোলিং শক্তিকে স্ট্র্যাটেজি অনুযায়ী ব্যবহার করলেন শুভমান গিল। ওমারজাই. মোহিত শর্মা, স্পেনসর জনসন ও উমেশ যাদব ২টি করে উইকেট পান। এক উইকেট সাই কিশোরের। ভেঙে পড়ে মুম্বইয়ের ব্যাটিং লাইন আপ।