ওপেনিং জুটিতেই বাজিমাত গুজরাত টাইটান্সের। প্রথমে ঋদ্ধিমানের ৮১ রানের ইনিংস। এরপর শুভমান গিলকে থামাতেই পারেননি লখনউর কোনও বোলার। ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত গিল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০ ওভারে ২২৭ রান তুলল গুজরাত টাইটান্স।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাট করতে নেমেই রানের ফুলঝুরি ঋদ্ধিমানের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করলেন বাংলার প্রাক্তন উইকেটকিপার।
তখনও সুযোগ পাননি শুভমান গিল। এরপর গিলের ব্যাটেও বড় বড় শট। ৫১ বলে ৯৪ রান করলেন তিনি। অধিনায়ক হার্দিকের ব্যাটে এল ১৫ বলে ২৫ রানের ইনিংস। ১২ বলে ২১ করলেন ডেভিড মিলার।