শুভমানের ব্যাটে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সকে বিরাট রানের টার্গেট গুজরাত টাইটান্সের। বৃষ্টিতে এদিন দেরি করে খেলা শুরু হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা।
প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানে ফেরেন ঋদ্ধিমান সাহা। কিন্তু বিধ্বংসী মেজাজে ছিলেন শুভমান গিল। বড় ইনিংস আসে সাই সুদর্শন ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাটেও। মুম্বইকে ২৩৪ রানের টার্গেট গুজরাত টাইটান্সের।
মুম্বইয়ের গত ম্যাচের নায়ক আকাশ মাধওয়াল ৪ ওভারে ৫২ রান খরচ করেন। তুলে নেন একটি উইকেট। ক্রিস জর্ডান ৪ ওভারে ৫৬ ও পীযূষ চাওলা ৩ ওভারে খরচ করেছেন ৪৫ রান। এই রান তাড়া করতে সূর্যকুমার যাদবের ব্যাটের দিকেই তাকিয়ে থাকতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।