শুক্রবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে গুজরাত টাইটান্স। পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা গুজরাত টাইটান্স আরও একবার জিতে প্লে-অফের রাস্তা মজবুত করতে চাইছে। এই মরশুমে ছন্দে আছে সঞ্জু স্যামসনের রাজস্থানও। গুজরাতকে হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া বাটলাররা।
শেষ কয়েকটি ম্যাচে ফর্মে আছেন রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল। ঘরের মাঠে ধোনিদের হারিয়ে আত্মবিশ্বাসী সঞ্জুরা। ফের সোয়াই মান সিং স্টেডিয়ামে হার্দিক ব্রিগেডের সামনে নামবে রাজস্থান। বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে ক্যারিবিয়ান তারকা হেটমারও। দলে এসেই পারফর্ম করছেন অজি বোলার অ্যাডাম জাম্পাও।
এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স এবারও ভাল ছন্দে আছে। শুভমান গিল, অধিনায়ক হার্দিক, বিজয় শঙ্কর, ডেভিড মিলাররা যে কোনও প্রতিপক্ষের কাছে ত্রাস। বোলিংয়ে মহম্মদ শামি, মোহিত শর্মা, জোসুয়া লিটল। আছেন ভয়ঙ্কর স্পিনার রশিদ খান। এবার ফর্মে নেই রাহুল টেওটিয়া। তবে বড় মঞ্চে জ্বলে উঠতে পারেন তিনিও।