মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচে আম্পায়ার বিশেষ সুবিধা করে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহাকে। কিন্তু তাতেও লাভ হল না।
কী হয়েছিল?
মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ চলছিল। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০৭ রান করে গুজরাত। কিন্তু ম্যাচ ওপেন করতে নেমে ঋদ্ধিমান সাহা সাত বলে মাত্র চার রান করে আউট হয়ে যান। উইকেট নেন অর্জুন তেন্ডুলকর।
সেই সময়ই অর্জুনের বল ঋদ্ধির গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে যায়। যদিও সেই সময় ঋদ্ধি তা বুঝতে পারেননি। এরপর শুভমনের সঙ্গে আলোচনার পর রিভিউ নেন ঋদ্ধি।ততক্ষণে সময় পার হয়ে গিয়েছিল। কারণ আম্পায়ারের সিদ্ধান্তের পর থেকে ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নিতে হয়।
সময় পার হলেও আম্পায়ার রিভিউ নিতে অনুমতি দেন। যদিও সেই রিভিউতে দেখা যায় যে ঋদ্ধি আউট হয়েছেন। ফলে রিভিউ নেওয়ার সুযোগ পেলেও বিশেষ কোনও সুবিধা হয়নি ঋদ্ধির।