১৬৩ রান টার্গেট ছিল। ঘরের মাঠে সাই সুদর্শন ও ডেভিড মিলারের ব্যাটে রান তাড়া করে জয় গুজরাত টাইটান্সের।পাঁচ বল বাকি থাকতেই ৭ উইকেট জিতলেন শুভমান গিলরা। গুজরাতের হয়ে ৩ উইকেট তুলে নেন মোহিত শর্মা।
রানতাড়া করতে নেমে ওপেনার ঋদ্ধিমান সাহা ১৩ বলে ২৫ রান করেন। ২৮ বলে ৩৬ রান করেন শুভমান গিল। কিন্তু ৭৪ রানে ২ উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়ে গুজরাত। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার সাই সুদর্শন ও ডেভিড মিলার বড় পার্টনারশিপ করেন। ৩৬ বলে ৪৫ রান করেন সুদর্শন। ২৭ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভিড মিলার। ১৪ রান করে মিলারেj সঙ্গী ছিলেন বিজয় শঙ্কর।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। দুই ওপেনার ট্রেভিস হেড ও মায়াঙ্ক আগরওয়াল দ্রুত ফিরে যান। অভিষেক শর্মা ২০ বলে ২৯ রান করেন। আইডেন মারক্রম ১৯ বলে ১৭ রান করেন। ১৩ বলে ২৪ রান করেন হেনরি ক্লাসেন। শেষ দিতে ১৪ বলে ২৯ রান করেন আব্দুল সামাদ। ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে সানরাইজার্স।