ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাত টাইটান্সের। প্রথমে ব্যাট করবে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলে কোনও পরিবর্তন হয়নি। গত ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসী মুম্বই। গুজরাত টাইটান্স শীর্ষস্থান ধরে রাখতে চায়।
ওয়াংখেড়ের উইকেটে সূর্যকুমার যাদব নাকি শুভমান গিল, কার ব্যাট ঝলসে উঠবে। সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। মহম্মদ শামি, রশিদ খান, মোহিত শর্মার বোলিং আক্রম সামলাতে হবে মুম্বইকে। দ্রুত উইকেট তুলে নেওয়াই লক্ষ্য থাকবে গুজরাতের।