২০১৬ রিও অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার (Dipa Karmakar)। ভারতীয় জিমন্যাস্টিকের মুখ হয়ে ওঠেন তিনি। এবার এশিয়াডে যোগ্যতা অর্জন করেছে বাংলার মেয়ে প্রণতি নায়েক (Pranati Nayak)। এশিয়ান গেমসে এই ইভেন্টে ভারতের একজন প্রতিনিধি এই বাঙালি মেয়ে। সোমবার এশিয়ান গেমসে তাই সব নজর প্রণতির দিকেই।
সোমবার এশিয়ান গেমসের প্রধান ইভেন্টে নামার আগে প্রণতি জানালেন, সবাইকে পাশে পেলে ভাল লাগত। কিন্তু তিনি নিজের সাফল্য নিয়ে আশাবাদী। পদক জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী। ফিটনেসের চূড়ান্ত পর্যায়েও আছে। অলরাউন্ড পর্বে নামবেন তিনি।
আরও পড়ুন: ইন্দোরে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারাল ভারত, এক ম্যাচ আগেই সিরিজ জয় রাহুল ব্রিগেডের
ডোপিংয়ের জন্য নির্বাসিত হওয়ায় এশিয়াডে সুযোগ পাননি দীপা কর্মকার। দেশ থেকে এশিয়ান গেমসের একা প্রতিনিধি বাংলার মেয়ে প্রণতি।