এবার বিদ্রোহী হনুমা। তিনি রাজনীতির শিকার। এই অভিযোগ করে এবার অন্ধ্রপ্রদেশ ছাড়ার কথা ঘোষণা করলেন ভারতের এই ক্রিকেটার। মরশুম শেষে আগেই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত হয়েছিল, ঘরোয়া মরশুমের প্রথম ম্যাচে। বাংলার বিরুদ্ধে অন্ধ্রর অধিনায়ক ছিলেন হনুমা বিহারী। কিন্তু দলের এক সতীর্থ অভিযোগ করেন, তাঁকে গালিগালাজের। রাগে নেতৃত্ব ছেড়ে দেন। কিন্তু মরশুম শেষের আগে আসল কারণ জানালেন হনুমা।
তাঁর অভিযোগ, তিনি নেতৃত্ব ছাড়েননি। তাঁকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। ওই ক্রিকেটারের বাবা রাজনীতিক। ছেলের অভিযোগ শুনে তাঁর বাবা কর্তাদের ফোন করে হনুমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।