এবার করোনা(Corona) আক্রান্ত হলেন ভারতের প্রাক্তন স্পিন মহারথী হরভজন সিং(Harbhajan Singh)। জানা গেছে, তাঁর স্ত্রী গীতা বসরারও(Geeta Basra) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত দুজনেই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন বলে নিজেই জানিয়েছেন হরভজন(Harbhajan Singh)।
শুক্রবার বেলা ১২টা নাগাদ হরভজন(Harbhajan Singh) টুইট করে তাঁর করোনা(Corona) আক্রান্ত হওয়ার খবর জানান। টুইটে তিনি লেখেন, 'আমার কোভিড(Covid-19) পরীক্ষার ফল পজিটিভ এসেছে। হালকা উপসর্গ আছে। আমি বাড়িতে নিভৃতবাসে রয়েছি। যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি এবং সাবধানতা অবলম্বন করছি। এর মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব পরীক্ষা করিয়ে নিন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।'
আরও পড়ুন- Mumbai Indians sponsor Slice: আইপিএলে মুম্বইয়ের স্পনসর হল স্লাইস, রেকর্ড ১০০ কোটি টাকার চুক্তি
গত ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেটকে(International Cricket) বিদায় জানান ৪১ বছরের এই ভারতীয় স্পিনার(Indian Spinner)। ২৩ বছর একটানা ক্রিকেট খেলার পর ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট(4th Highest Indian Wicket Taker) শিকারি অবসর নেন গতবছর। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দল এবং ২০১১ সালের একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
আরও পড়ুন- T20 World Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ শুরু করবে ভারত
হরভজনের স্ত্রী গীতা বসরা(Geeta Basra) ইনস্টাগ্রাম(Instagram) স্টোরিতে লেখেন, 'দু'বছর ধরে সাবধান থাকার পর এবং ভাইরাসের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে এই ভাইরাস আমাদের কাবু করল।'