জাতীয় দলে ব্রাত্য তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। টি-২০ সিরিজের স্কোয়াডেও তাঁর নাম নেই। তবে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ওডিআই স্কোয়াডে নাম রয়েছে চাহালের। তবে, বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।
যদিও বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে খুশি যুজবেন্দ্র চাহাল। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমরা আবার এগিয়ে যাব।' কিন্তু এই বিষয়ে এক্কেবারে খুশি নন হরভজন সিং।
আরও পড়ুন - দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চান, T20 ম্যাচে নামার আগে জানালেন দীপক চাহার
তাঁর কথায়, 'দেশের সাদা বলের তারকা স্পিনারকে দক্ষিণ আফ্রিকা সফরে রেখে বিসিসিআই ললিপপ দিয়ে দিয়েছে।' কারণ যে ফরম্যাটে চাহাল ভাল খেলে তাঁকে সেই ফরম্যাটে রাখাই হয়নি।