মুম্বইয়ের অধিনায়ক হিসেবে চলতি আইপিএলে শুধু বিতর্কেই জড়িয়েছেন হার্দিক পান্ডিয়া। এমনকি তাঁর পারফরম্যান্সও আলাদা করে ছাপ ফেলতে পারেনি। কিন্তু আইপিএলে খারাপ পারফরম্যান্স হলেও আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় নজর কাড়লেন হার্দিক। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও এই তালিকার সাত নম্বরে রয়েছেন হার্দিক। আর এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয়।
আইসিসির নয়া তালিকা অনুযায়ী, ব্যাটারদের তালিকার এক নম্বরেই রয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর রেটিং ৮৬১। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের ফিল সল্ট। তাঁর রেটিং ৮০২। এই তালিকার তিন এবং চার নম্বরে রয়েছেন দুই পাক ক্রিকেটার মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম। এই দশের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল।
আরও পড়ুন - বিরাটদের সাজঘরে মহেন্দ্র সিং ধোনি! ব্যাপারটা কী?
টি-টোয়েন্টির অল রাউন্ডার ফরম্যাটের শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। তাঁর রেটিং ২২৮। একই সঙ্গে যৌথ ভাবে তালিকা শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তাঁর রেটিংও ২২৮। আর এই তালিকায় একমাত্র ভারতীয় হার্দিক পান্ডিয়া। ১৮৫ রেটিং নিয়ে সাত নম্বরে রয়েছেন তিনি।