টস জিতে ব্যাট করার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। আইপিএলে পাঞ্জাবের কাছে হারের পর এমটাই মনে করছেন গুজরাত (Gujrat titans) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandiya)। মঙ্গলবারের ম্যাচে প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৪৩ রান করেছিল গুজরাত। লিভিংস্টোন (Lim Livingstone) ও শিখর ধাওয়ানের (Shikar Dhawan) জুটিতে সেই রান ১৬ ওভারেই তুলে ফেলে পাঞ্জাব।
টানা চার ম্যাচ জয়ের এই প্রথম হারল গুজরাত। হার্দিকের মতে, টস জিতে প্রথমে ব্যাট নেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। বরং একটু পরীক্ষার রাস্তায় হাঁটতে চেয়েছিলেন তিনি।
পাঞ্জাবের কাছে হারলেও গুজরাতের পয়েন্ট ভাগ্যে খুব বেশি কিছু হেরফের হয়নি। ১০ ম্যাচে তারা আটটি ম্যাচে জিতেছে। ১৬ পয়েন্ট নিয়ে এখনও তারা আইপিএলের শীর্ষে। প্লে-অফ কার্যত কব্জায় হার্দিক পান্ডিয়াদের।