শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩ রান। ওয়াংখেড়েতে শেষ ওভারে আসতেই পারতেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু নিজে না এসে অক্ষর প্যাটেলের (Axar Patel) হাতে বল তুলে দেন। তাঁর সিদ্ধান্তের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) তুলনা টানা হচ্ছে। এদিকে ১৫৫ কিলোমিটার গতিতে বল করে রেকর্ড গড়লেন উমরান মালিকও (Umran Malik)। ভাঙলেন জসপ্রিত বুমরার রেকর্ড।
কেন এই সিদ্ধান্ত হার্দিকের! ২ ওভারে আগে ২৩ রান খেয়েছিলেন অক্ষর প্যাটেল।ম্যাচের পর হার্দিক জানান, ম্যাচটা হয়তো হেরে যেতে পারতাম। কিন্তু কঠিন পরীক্ষার মধ্যে না পড়লে শিক্ষা পাওয়া যাবে না। এটাই ভবিষ্যতে বড় ম্যাচ জিততে সাহায্য করবে। তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করেছে।
আরও পড়ুন: উন্নত চিকিৎসা, দেরাদুন থেকে মুম্বই সরানো হচ্ছে পন্থকে
গুজরাত টাইটান্সের দায়িত্ব নেওয়ার পর হার্দিক জানান, তিনি মহেন্দ্র সিং ধোনির থেকে অনেক কিছু শিখেছেন। প্রথমবার গুজরাতের দায়িত্ব নিয়েই চ্যাম্পিয়ন করেন তিনি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে নজর কেড়েছেন উমরান মালিকও। তাঁর একটি ডেলিভারি ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি ছুঁয়েছে। সেই বলেই উইকেট নিয়েছেন তিনি। উমরানের প্রথম বলই ছিল ১৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। ১৪০ কিলোমিটারের বেশি গতিতে গোটা ওভার করেন তিনি।