আক্ষেপ নেই। কারণ আরও একটা সুযোগ আছে। চিপকে চেন্নাইয়ের কাছে ১৫ রানে হেরে এমনটাই দাবি গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। ম্যাচ শেষে হার্দিক জানিয়েছেন, যে ১৫ রানে তাড়া হেরেছেন, ওই ১৫ রানটাই বেশি করেছিল চেন্নাই। তাদের উচিত ছিল তার আগে ধোনির দলকে আটকে রাখার। হার্দিক মানছেন, বোলাররা চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যাটাররা এদিন বেশ কিছু ভুল করেছেন। তিনি নিজেও আট রানে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। হার্দিকের দাবি, আমেদাবাদে ফাইনাল খেলবে গুজরাতই।
টস করে নেমে হার্দিক জানিয়েছিলেন, এই পিচে রান তাড়া করার মজা আছে। ম্যাচ হারের পর টস জিতে বল করার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না বলেই দাবি করেছেন গুজরাত অধিনায়ক। তাঁর মতে, লখনউ বনাম মুম্বই ম্যাচের দিকে তাঁর নজর থাকবে। কারণ, এই ম্যাচে তাঁর দাদা খেলবেন।
আর মহেন্দ্র সিং ধোনি ? ওই ভদ্রলোকই তো ম্যাচটা তাদের হাত থেকে নিয়ে চলে গেল। এমন এমন সময় যে ভাবে বোলারদের চেঞ্জ করালে, তাতেই অবাক হয়ে যেতে হয়। ম্যাচ শেষে জানিয়ে গেলেন গুরুর-শিষ্য হার্দিক পান্ডিয়া।