লাল বলের ক্রিকেটে কামব্যাক। প্রায় ছয় বছর পর টেস্ট ক্রিকেট খেলতে মাঠে নামবেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হার্দিক পান্ডিয়া।
চোট-আঘাতের সমস্যার কারণে টেস্ট ক্রিকেটে ইদানীং হার্দিককে আর দেখাই যায় না। তবে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই সাদা পোশাকে মাঠে নামতে দেখা যাবে হার্দিককে।
বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। যার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন রোহিত ব্রিগেডের নতুন কোচ গৌতম গম্ভীর। আর অস্ট্রেলিয়া সফরে হার্দিককে রাখার পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। দলের বাকি তিন পেসারদের সঙ্গে হার্দিক থাকবেন চতুর্থ পেসার হিসেবে।
যদিও, এক সংবাদমাধ্যমের দাবি, টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে হার্দিক কামব্যাক করবেন কি না, সেটা তাঁর ফিটনেসের উপরে নির্ভর করছে। কারণ হার্দিক চোটপ্রবণ। যদি পাঁচ দিনের ক্রিকেট খেলার জন্য তাঁর শরীর সায় দেয়, তাহলেই টেস্ট স্কোয়াডে এই তারকা অলরাউন্ডারকে দেখতে পাওয়া যাবে।
তবে, শোনা যাচ্ছে, আগামী কিছুদিনের মধ্যে হার্দিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে পারেন। সেখানে লাল বলে ম্যাচ সিমুলেশন প্র্যাকটিস করবেন। হার্দিকের নিজের কোনও সমস্যা না হলে, তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা টেস্টে দেখতে পাওয়া যেতে পারে।