ইংল্যান্ডের ম্যাচে দেখা যাবে না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তবে ৫ নভেম্বর ইডেনের ম্যাচে দেখা যেতে পারে তাঁকে। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে ভারতীয় দলের তরফে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ওই দিন।
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খেলছিলেন হার্দিক। সেসময় চোট পান তিনি। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। এমনকী ভারতের পরের দুটি ম্যাচ রয়েছে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। ওই দুটি ম্যাচে খেলতে পারবেন না হার্দিক।
জানা গিয়েছে, জাতীয় অ্য়াকাডেমিতে এখনও বল করতে শুরু করেননি হার্দিক। বেঙ্গালুরুতেই রয়েছেন তিনি। একেবারে সুস্থ হয়ে দলে যোগ দেওয়ার পরিকল্পনা বলে জানা গিয়েছে।
অন্যদিকে ইতিমধ্যে পরপর পাঁচটি ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাস রোহিত শর্মার। সেকারণে হার্দিককে নিয়ে এখনই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে রাজি হয়নি ভারতীয় দল। আগামী দুটি ম্যাচেও দল যথেষ্ট ভালো খেলবে বলেও আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট টিম।