বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। মোট ৫টি ম্যাচের সিরিজ খেলবে তারা। কিন্তু সেই দলের নেতৃত্ব কে দেবে সেই নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারণ ওই সিরিজে হার্দিক পান্ডিয়ার খেলার সম্ভাবনা অনেকটাই কম। আর সেকারণে তৈরি হয়েছে সমস্যা।
রোহিত শর্মা, বিরাট কোহলি এখন আর টি ২০ ম্যাচ খেলেন না। অন্যদিকে লোকেশ রাহুল এবং যশপ্রীত বুমরাকেও বিশ্বকাপের পর বিশ্রাম দিতে চান BCCI কর্তারা। এই পরিস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব কাকে দেওয়া হবে সেনিয়ে চিন্তিত কর্তারা।
টি ২০ ক্রিকেটে এখন জাতীয় দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর বাঁ পায়ের লিগামেন্টে ছিঁড়ে গেছে। সেকারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন না তিনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন সূর্যকুমার যাদব এবং রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করা হতে পারে।