টানা তিন ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের। এই মরশুমের শুরু থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। প্রত্যেক ম্যাচেই সমর্থকরা গ্যালারি থেকে 'স্লোগান' দিয়েছেন। হার্দিকের উদ্দেশে ধেয়ে এসেছে কটূক্তি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঝলসে উঠেছিল তাঁর ব্যাট। তবুও হারতে হয় টিমকে। ওয়াংখেড়েতেও হার্দিককে উদ্দেশ্য করে কটূক্তি আসে। এবার সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করলেন হার্দিক পান্ডিয়া।
এক্স হ্যান্ডেলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক লেখেন, "এই টিম সম্পর্কে একটা বিষয় জেনে রাখা উচিত, আমরা হার মানব না। লড়াই করব, করতেই থাকব।"
হার্দিকের নেতৃত্বে নেমেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারতে হয়েছে। এই বছর এখনও একটি জয়ও তুলতে পারেনি টিম। হার্দিক ম্যাচের পর জানান, তাঁর উইকেটই টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। ওয়াংখেড়েতে ১৫০-১৬০ রান করা প্রয়োজন ছিল।