IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দেবেন না রোহিত শর্মা। ফ্রানচাইসির তরফে সরিয়ে দেওয়া হল তাঁকে। পরিবর্তে মুকেশ আম্বানির দলে অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।
রোহিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার। এই খবর জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরমেন্স মাহেলা জয়বর্ধনে। তিনি জানিয়েছেন, প্রতিবার সেরার হাতেই ব্যাটন তুলে দেওয়া হয়। এখন হার্দিকের সময়। তাই তাঁর হাতেই দলকে নেতৃত্ব দেওয়ার ভার তুলে দেওয়া হয়েছে।
রোহিতের নেতৃত্বে IPL এ দুর্দান্ত পারফর্ম করেছে মুম্বই ইন্ডিয়ানস। পাঁচ বার ট্রফি জিতেছে তারা। জয়বর্ধনের বিশ্বাস, আগামী দিনে হার্দিকও দলকে আরও উপরের দিকে এগিয়ে নিয়ে যাবে।