আগামী ৬ মাস টি-টোয়েন্টি ছাড়া ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার আর কোনও ফরম্য়াটে খেলা ঠিক হবে না। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, আইপিএলের পারফরম্যান্স ধরে রাখতে হলে হার্দিককে ছোট ফরম্য়াট থেকেই নতুন করে শুরু করতে হবে।
এই বছরের অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। যার প্রস্তুতি শুরু হচ্ছে ঘরের মাঠ থেকেই। এই মাসের ৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। পিঠের চোট সারিয়ে ফের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, এই সিরিজে অলরাউন্ডার হার্দিককে কোনও একটা ভূমিকায় ব্যবহার করা উচিত। হয় হার্দিক ব্যাট করবেন, নয় তিনি বল করবেন। কারণ বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিককে এভাবে ব্যবহার করা উচিত বলেই মত শাস্ত্রীর।
শেষ আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন গুজরাতের অধিনায়ক। প্রথমবার অধিনায়ক হিসাবেই চ্য়াম্পিয়ন। ১৫ ম্যাচে হার্দিকের রান ৪৮৭। ফাইনালে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। যার মধ্যে ছিল বাটলারের উইকেট।