বিরাটকে বুলেট উপহার দিতে চান। মেলবোর্নে পাকিস্তানকে হারানোর পর এমনটাই জানিয়েছেন, এই ম্য়াচের আর এক নায়ক হার্দিক পান্ডিয়া। রবিবার বিশ্বকাপের ম্য়াচে তাঁদের ১১৩ রানের পার্টনারশিপ রং বদলে দেয়। ম্য়াচ শেষে মাঠে নেমে বিরাটকে জড়িয়ে ধরেন হার্দিক। আর তখনই নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন ভারতীয় এই অলরাউন্ডার।
এদিকে, মেলবোর্ন ম্য়াচ অতীত হলেও, এই ম্য়াচ ঘিরে নানা কথা এখনও চলছে। পাকিস্তানের প্রাক্তনদের অভিযোগ শেষ ওভারে বিরাটের প্রভাবেই নো বল দিয়েছেন আম্পায়র। ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিসদের অভিযোগ, শেষ ওভারে আম্পায়রের উপর প্রভাব বিস্তার করেছেন কিং কোহলি। বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীরদের মতে, ম্য়াচ হেরে এখন খেই হারিয়ে ফেলেছেন পাকিস্তানের প্রাক্তনরা।
তবে একটা পাকিস্তান ম্য়াচ নিয়ে বসে নেই ভারতীয় দল। রোহিত শর্মার টিম ইন্ডিয়া প্রস্তুত হচ্ছে পরের ম্য়াচের জন্য। ২৭ তারিখ গ্রুপের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে ভারত। সিডনিতে এই ম্য়াচে প্রতিপক্ষ নেদারল্য়ান্ডস।