ঘরোয়া ক্রিকেট না খেললে, জাতীয় দলে ঠাঁই নেই। সাফ জানিয়ে দিয়েছে বোর্ড। সেই কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়েছে ইশান কিসান, শ্রেয়স আইয়ারকে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এবার হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
সম্প্রতি বোর্ডকে চিঠি দিয়ে হার্দিক জানিয়েছেন, তিনি লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী নন। সেই কারণে রণজি ট্রফির ম্যাচে বরোদার হয়ে মাঠে নামেননি। ওই চিঠিতে বোর্ডকে হার্দিক জানান, সাদা বলের ক্রিকেট খেলতেই তিনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন। আর এখানেই প্রশ্ন তুলেছেন ইরফান।
আরও পড়ুন - বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে কারা রয়েছেন? কত টাকাই বা পাচ্ছেন তাঁরা? রইল তালিকা
পাঠানের প্রশ্ন, নিয়ম যদি সবার জন্য এক হয়, তাহলে হার্দিক তার ঊর্ধ্বে হবেন কেন ? পাঠানের অনুযোগ, যখন দেশের হয়ে একদিন বা টি-টোয়েন্টি ক্রিকেট থাকে না, তখনও হার্দিককে ঘরোয়া ক্রিকেটের সাদা বলের টুর্নামেন্টে দেখা যায় না। ইরফানের দাবি, তাহলে এবার থেকে হার্দিককেও সাদা বলের টুর্নামেন্ট খেলতে নির্দেশ দেওয়া হোক।