টি-টোয়েন্টিতে তারা এক নম্বর। কিন্তু এ ভাবে পারফরম্যান্স করলে এই পদ খুব বেশি দিন হয়তো রাখা যাবে না। তাই ক্যারিবিয়ান সফরেই দলকে ওয়েক-আপ কল দিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে ভারত। তারপরেই অধিনায়ক জানিয়েছেন, আরও বেশি করে দায়িত্ব নিতে হবে বাকিদের। কাজ ভাগ করে নিতে হবে। না হলে প্রতিদিন জয়ের দোরগোড়া থেকে খালি হাতেই ফিরতে হবে।
আরও পড়ুন : পুরানের ব্যাটে টানটান জয় ওয়েস্ট ইন্ডিজের, টি-টোয়েন্টিতে ফের ব্যর্থ এক নম্বর ভারত
গত দুটি ম্যাচেই কোনও দফতর একসঙ্গে পারফরম্যান্স করতে পারেনি। তৃতীয় ম্যাচে দলকে এক সুতোতে বাঁধতে চান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি জানিয়েছেন, সিরিজে ঘুরে দাঁড়াতে হলে, পরের ম্যাচ থেকে জেতার অভ্যাস নতুন করে শুরু করতে হবে।
রবিবার প্রথম ব্যাট করেছিল ভারত। ২০ ওভারে তুলেছিল ১৫২ রান। এই ম্যাচে প্রথম হাফসেঞ্চুরি পেয়েছেন ভারতীয় ক্রিকেটার তিলক ভার্মা। কিন্তু সবকিছু ম্লান নিকোলাস পুরানের ৬৭ রানের দাপটে।